Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

“কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলাধীন ধরলা নদীর বন্যা নিয়ন্ত্রণসহ বাম ও ডানতীর সংরক্ষণ”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

পানি সম্পদ মন্ত্রণালয়

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড

প্রকল্প সার-সংক্ষেপ

০১.

প্রকল্পের নাম

:

“কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলাধীন ধরলা নদীর বন্যা নিয়ন্ত্রণসহ বাম ও ডানতীর সংরক্ষণ”

০২.

প্রকল্প ব্যয়

:

৫৯৫০০.০০ লক্ষ টাকা।

০৩.

বাস্তবায়নকাল

:

১ মার্চ, ২০২০ থেকে ৩০ জুন, ২০২৩

০৪.

 প্রকল্পের উদ্দেশ্য

:

  • কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত ধরলা নদীর ডান ও বামতীরের ভাঙ্গন হতে কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ি উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকাসমূহ রক্ষা।
  • ধরলা নদীর উভয়তীরে ১৬.৮৪০কিঃ মিঃ নদী তীর সংরক্ষণ, ১৬.৬৫৫ কিঃ মিঃ বিকল্পবাঁধ নির্মাণ এবং ধরলা নদীর বামতীরে ১৭.৯০০ কিঃ মিঃ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনরাকৃতিকরণ।
  • প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রকল্প এলাকায় অবস্থিত প্রায় ২২,৪০০টি পরিবার, ৩৫টি হাট-বাজার, ৩টি নৌ-ঘাট, প্রায় ১২১০০.০০ হেক্টর জমিসহ প্রায় ৩৪৯৮১৫.০০লক্ষ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি নদী ভাঙ্গন ও বন্যার কবল হতে রক্ষা পাবে।

০৫.

প্রকল্প এলাকা

:

 

বিভাগ

জেলা

সিটি কর্পোরেশন/পৌরসভা/উপজেলা

রংপুর

কুড়িগ্রাম

ফুলবাড়ি, রাজারহাট, ও সদর

 

০৬.

প্রকল্পের ভৌত অঙ্গসমূহ

:

 

কাজের নাম

পরিমান

(কি.মি.

সংখ্যা)

নদীতীর সংরক্ষণ কাজ

১৬.৮৪০ কিঃ মিঃ

বিকল্প বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ (মাটির পরিমাণ ৮২২৮১৫.৪২ ঘনমিঃ)

১৬.৬৫৫ কিঃ মিঃ

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনরাকৃতিকরন (মাটির পরিমাণ ৬১৫৯৯৩.৬১ ঘনমিঃ)

১৭.৯০০ কিঃ মিঃ

অনাবাসিক ভবন (অফিস ভবন কাম রেস্ট হাউজ  নির্মাণ)

১টি

ভূমি  অধিগ্রহণ

৬৬.৬২ হেক্টর

 

 

০৭.

প্যাকেজসমূহের বিবরণ

:

মোট প্যাকেজ সংখ্যা

(ভৌত)

দরপত্র আহবানকৃত

কার্যাদেশকৃত

ডিপিপি মূল্য

(কোটি টাকা)

প্রাক্কলিত মূল্য

(কোটি টাকা)

চুক্তি মূল্য (কোটি টাকা)

কাজশুরু

মবিলাইজেশন

মন্তব্য

 

৪৯

৪০

৪০

477.৯৮

431.১৮

388.০৭

20

10

 

 

০৮.

ক্রমপুঞ্জিত অগ্রগতি

:

জুন/২০২২ পর্যন্ত

চলতি অর্থ বছর (31 আগস্ট-202২ পর্যন্ত)।

ক্রমপুঞ্জিত (31 আগস্ট-202২ পর্যন্ত)।

মন্তব্য

বাস্তব

আর্থিক (লক্ষ টাকায়)

বাস্তব

আর্থিক (লক্ষ টাকায়)

বাস্তব

আর্থিক (লক্ষ টাকায়)

 

38.54%

13457.95 লক্ষ টাকা, (22.61%)

1.01%

0.00

39.55%

13457.95 লক্ষ টাকা, (22.61%)

 

০৯.

চলতি এডিপি বরাদ্দ

:

6000.০০ লক্ষ টাকা।