শিরোনাম
১৩ জানুয়ারি ২০২৩ তারিখে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, জনাব মোঃ মাহবুর রহমান মহোদয় কুড়িগ্রাম জেলার সদর উপজেলাধীন ধরলা নদীর ডানতীরে চলমান নদীতীর সংরক্ষণ কাজ ও নদী ভাংগন কবলিত এলাকা পরিদর্শন এবং অফিস চত্বরে বৃক্ষরোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহবুবর রহমান (প্রধান প্রকৌশলী) উত্তরাঞ্চল, বাপাউবো, রংপুর এবং জনাব মোঃ আহসান হাবিব, (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) রংপুর পওর সার্কেল-০১, বাপাউবো, রংপুর মহোদয়গণ; নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ-আল মামুন মহোদয়, বাপাউবো, কুড়িগ্রাম । এছাড়া পরিদর্শনকালীন সময়ে আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পওর বিভাগ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মহোদয়গণ, উপ-সহকারী প্রকৌশলীগণ, মাঠ পর্যায়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । ঠিকাদারের প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ। পরিদর্শনকালীন সময়ের কিছু স্থিরচিত্র।