শিরোনাম
তারিখ ০৬/০৯/২০২২ খ্রিষ্টাব্দ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম এর চলমান বিভিন্ন প্রকল্প ও উলিপুর উপজেলাধীন বজরা ইউনিয়নে তিস্তা নদীর বামতীরে বাস্তবায়নাধীন আপদকালীন জরুরী কাজ পরিদর্শন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর মহাপরিচালক প্রকৌশলী জনাব ফজলুর রশিদ মহোদয়। সে সময় তিনি এলাকাবাসীর সাথে কথা বলেন তাদের অবস্থার খোঁজখবর নেন, ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নদী ভাঙ্গন রোধ করা হবে, জরুরী ভিত্তিতে এ বিষয়ে তিনি তাদের আশ্বাস দেন। পরিদর্শন শেষে মহাপরিচালক মহোদয় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) মোঃ মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী (উত্তরাঞ্চল, রংপুর) মোহাম্মদ আমিরুল হক ভূঁইয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী(রংপুর পওর সার্কেল-১) খুশি মোহন সরকার, নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ-আল মামুন মহোদয়গণ। এছাড়া পরিদর্শনকালীন সময়ে আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পওর বিভাগ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মহোদয়গণ, উপ-সহকারী প্রকৌশলীগণ, মাঠ পর্যায়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ঠিকাদারের প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ। পরিদর্শনকালীন সময়ের কিছু স্থিরচিত্র।