শিরোনাম
৩১-০৮-২০২২খ্রি তারিখে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বজরা ইউনিয়নে তিস্তা নদীর বামতীরে নদী ভাঙ্গন কবলিত স্থান এবং অনন্তপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের ডানতীরে চলমান নদী তীর সংরক্ষণ কাজ পরিদর্শণ করেন জনাব মুহাম্মদ আমিরুল হক ভূঞা, প্রধান প্রকৌশলী, উত্তরাঞ্চল, বাপাউবো, রংপুর মহোদয়। পরিদর্শনকালে জনাব খুশী মোহন সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, রংপুর সার্কেল-১, রংপুর মহোদয়; নির্বাহী প্রকৌশলী, বাপাউবো, কুড়িগ্রাম; ইউপি চেয়ারম্যান, বজরা; স্থানীয় জনসাধারণ; গণমাধ্যমকর্মী এবং কুড়িগ্রাম পওর বিভাগীয় দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শনশেষে প্রধান প্রকৌশলী মহোদয় কুড়িগ্রাম দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণের সাথে মতবিনিময় সভা করেন।