শিরোনাম
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২২ শুরু হয়েছে। আজ বিকেলে বাপাউবো, কুড়িগ্রাম মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠনিক উদ্বোধন করেন জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী প্রকৌশলী, বাপাউবো কুড়িগ্রাম। টুর্নামেন্টে মোট চারটি দল অংশ গ্রহণ করেছে। দল গুলো হলো ১। ব্রহ্মপুত্র, ২। ধরলা, ৩। তিস্তা, ৪। দুধকুমার । খেলার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়ে ধরলা একাদশ ব্রহ্মপুত্র একাদশকে ৪-২ গোলে পরাজিত করে। এসময়ে বাপাউবো, কুড়িগ্রাম মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলা গুলোতে প্রাণের সঞ্চার করে। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ আগামী ১৪ই ডিসেম্বরে তিস্তা একাদশ সাথে দুধকুমার একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হবে।