শিরোনাম
তারিখ: ০৮-০৩-২০২৩খ্রিঃ “কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত দুধকুমার নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলাধীন উত্তর ধলডাঙ্গা, পশ্চিম ধলডাঙ্গা, পশ্চিম তিলাই, নলেয়া, ইসলামপুর এবং নাগেশ্বরী উপজেলাধীন মুরিয়া বাজার, আনছারহাট, বামনডাংগা, আয়নালেরঘাট এলাকায় দুধকুমার নদীর বাম ও ডানতীরে চলমান নদী তীর সংরক্ষণ কাজ পরিদর্শন করেন জনাব মোঃ মাহবুবর রহমান, অতিঃ প্রধান প্রকৌশলী, উত্তরাঞ্চল, বাপাউবো, রংপুর মহোদয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন মহোদয় । এবং আরোও উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলীগণ, উপ-সহকারী প্রকৌশলীগণ; স্থানীয় জনসাধারণ; ঠিকাদারগণ/প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। গুনগতমান বজায় রেখে চলমান প্রকল্পের কাজের অগ্রগতি বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়।