Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অদ্য (১০-০৬-২০২৩খ্রিঃ) কুড়িগ্রাম জেলায় বাস্তবায়নাধীন “কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের ডানতীর ভাঙ্গনরোধ (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় উলিপুর উপজেলার অনন্তপুর এবং চিলমারী উপজেলার ফকিরেরহাট এলাকায় চলমান কাজ পরিদর্শন করেন জনাব মো নূরুল আলম, অতিরিক্ত সচিব (উন্নয়ন), পানি সম্পদ মন্ত্রণালয় মহোদয়। পরিদর্শনকালে জনাব মো আহসান হাবীব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, রংপুর পওর সার্কেল-১, বাপাউবো, রংপুর মহোদয়; মো: আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী প্রকৌশলী, কুড়িগ্রাম; উপ-বিভাগীয় প্রকৌশলীগণ, উপ-সহকারী প্রকৌশলীগণ; স্থানীয় জনসাধারণ; ঠিকাদারগণ/প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তিনি গুনগতমান বজায় রেখে চলমান প্রকল্পের কাজের অগ্রগতি বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।