Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অদ্য (২৮-০২-২০২৩খ্রিঃ) কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বিভিন্ন স্থানে ৭টি প্যাকেজে উন্নয়নমূলক (বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ=১কিমি, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনরাকৃতিকরণ/মেরামত = ৪.৮০ কিমি, রেগুলেটর নির্মাণ ১টি, বামনী খাল খনন ৩০ কিমি) কাজের শুভ উদ্বোধন করেন জনাব এম,এ, মতিন, মাননীয় সংসদ সদস্য, ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) মহোদয়। উক্ত অনুষ্ঠানে জনাব মোঃ মাহবুবর রহমান, অতিঃপ্রধান প্রকৌশলী, উত্তরাঞ্চল, বাপাউবো, রংপুর মহোদয়; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-পরিচালক, স্থানীয় সরকার, কুড়িগ্রাম; উপজেলা পরিষদ চেয়ারম্যান, উলিপুর; সভাপতি, উলিপুর উপজেলা আওয়ামীলীগ; হাতীয়া ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানগণ; সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ; স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিঃ প্রধান প্রকৌশলী মহোদয় কুড়িগ্রাম জেলার সদর উপজেলাধীন ধরলা নদীর বামতীরের ভোগডাঙ্গা এলাকায় এবং নাগেশ্বরী উপজেলাধীন দুধকুমার নদীর ডানতীরে কালীগঞ্জ এলাকায় চলমান কাজ পরিদর্শন করেন।